বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর চেম্বার দেখাশোনার দায়িত্বে থাকা সবচেয়ে প্রবীণ অভিভাবক আগা হাবীব মোহাম্মাদ আল-আফারি মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে সৌদি কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ টুডে।
সৌদি কর্তৃপক্ষ এক টুইটবার্তায় জানায়, আল্লাহর নির্দেশে মহানবীর (সা.) চেম্বার দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আগা হাবীব বুধবার মারা গেছেন। তিনি নবী মুহাম্মদ (সা.)-এর চেম্বারের প্রাচীনতম অভিভাবক হিসাবে ৪০ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (১৩ জুলাই) মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদে নববীতে নবী মুহাম্মদ (সা.)-এর কক্ষটি পবিত্র চেম্বার বা রওজা মুবারক নামেও পরিচিত। এটি সেই জায়গা যেখানে হযরত মুহাম্মদ (সা.)-এর পাশাপাশি আবু বকর (রা.) এবং উমর (রা.)-কেও সমাহিত করা হয়েছে।
বিশেষ ওই কক্ষ বা চেম্বারটি মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে অবস্থিত। মক্কার মসজিদুল হারামের পর এটিই বিশ্বের সর্ববৃহৎ মসজিদ। অর্থাৎ এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ।
এদিকে নতুন খবর বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর সকল সদস্য একদিনের বেতন তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে
সিলেটসহ বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে সংঘটিত স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত জনগণের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) গণভবনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ চেক হস্তান্তর করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য দিয়েছেন। সেই টাকাই সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করলেন।