শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন

মা’মার বাড়িতে আর যাওয়া হলো না আ’ব্দুল্লাহর

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল / ৭০ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। মা’মার বাড়িতে আর যাওয়া হলো না আ’ব্দুল্লাহর

মামার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মানিকগঞ্জের বানিয়াজুরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. আব্দুল্লাহ (২৪) নামে এক যুবক নি’হত হয়েছেন।

আজ শনিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

নি’হতের ছোট ভাই ওবায়দুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই মোটরসাইকেলে করে ধামরাইয়ে মামার বাসায় বেড়াতে যাচ্ছিল। পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে আমরা খবর পেয়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বিকেলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালক ও ট্রাকটি আটক করেছে পুলিশ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া  বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নি’হতের ভাই জানিয়েছেন, আজ সকালে ট্রাকের ধাক্কায় তার ভাই গুরুতর আহত হন। পরে তার মৃ’ত্যু হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ