সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন

“মাধুরী ভক্তদের জন্য দুঃসংবাদ”

রিপু / ৬৬ বার
আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||

‘দ্য ফেম গেম’ নামের ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। ওয়েব সিরিজে মাধুরী দীক্ষিত অভিনয় করেন অনামিকা আনন্দের চরিত্রে। যিনি একজন সত্যিকারের সুপারস্টার। হঠাৎ-ই তিনি অদৃশ্য হয়ে যান। সেই রহস্যের সমাধানের এগিয়ে চলবে সিরিজের গল্প। ‘দ্য ফেম গেম’ সিরিজের অনেকটাজুড়ে যেন মাধুরীর নিজের গল্পই দেখানো হয়েছে।

খ্যাতি, সৌন্দর্য, পরিবার আর অভিনয় ঠিক যেন বাস্তবের মাধুরী। কেবল নামটুকু আলাদা। সিরিজটি দেখতে বসলে মনে হবে, এ যেন পর্দা আর বাস্তব মিলেমিশে একাকার।

প্রথম সিজন শেষে মাধুরী ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আসবে ওয়েব সিরিজটির দ্বিতীয় পর্ব। তবে মাধুরী ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। সম্প্রতি বলিউডভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, নেটফ্লিক্স বর্তমানে মাধুরীর ফেম গেম সিজন ২ নিতে আর আগ্রহী নয়। কারণ হিসেবে জানানো হয়েছে, অন্যান্য কন্টেন্ট অনুযায়ী ফেম গেমের মান আপ টু দ্য মার্ক নয়। তাই নেটফ্লিক্স তাদের পরিকল্পনা থেকে ফেম গেম ২ আপাতত সরিয়ে রেখেছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ   রিপু /নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ