শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০১:২৮ অপরাহ্ন

মাথাপিছু আয়ে ভারত পেছনে, শ্রীলঙ্কাকে ঋণ দেয় বাংলাদেশ: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম / ১৭১ বার
আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এক নয়, বরং বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দেয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২১ জুলাই) খিলক্ষেত থানার ৯৬ ও ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারত-পাকিস্তানে প্রশংসা হলেও দেশে একদল সমালোচনায় ব্যস্ত। তারা উন্নয়ন দেখে না, অথচ বিদেশিরা ঠিকই দেশের উন্নয়ন দেখতে পায়।

এসময় বিএনপিকে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘পদ্মা সেতু হ‌ওয়ার পর বিএনপি চোখে সর্ষে ফুল দেখছে, মেট্রোরেল ও টানেল উদ্বোধন হলে বিএনপি পাগল হয়ে যাবে।’

‘বিএনপি নেতারা বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কা এক নয়। বরং বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দেয়। মাথা খারাপ হ‌ওয়ায় বিএনপি নেতারা যা খুশি তাই বলছে। বিএনপি নেতাদের ওপর সরকার বিদ্বেষ রোগ ভর করেছে। সবকিছুতেই তারা না বলে, বিরোধিতা করে।’

বিএনপি নির্বাচনকে ভয় পায় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে তারা বাম-ডান দল করে নির্বাচনে হেরেছে বলেই নির্বাচনে যেতে চায় না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন চায় না কারণ, মির্জা ফখরুল ক্ষমতা নিয়ে নিতে পারে। বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন সময় অনুযায়ী হবে।
সূত্র সময় টিভি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ