রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আসাবুল হক। তিনি বিশ্ববিদ্যালয় গনিত বিভাগের অধ্যাপক। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশপত্রে উল্লেখ করা হয়, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অব্যহতি দেয়া হলো এবং গনিত বিভাগের অধ্যাপক আসাবুল হককে প্রক্টর পদে নিয়োগ দেয়া হলো।
এই আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, বুধবার প্রথম প্রহরে রাত দেড়টার দিকে উপাচার্য বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহারের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের হিমেল নামের এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।