বুধবার, ৩১ মে ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন

মাত্র পাওয়াঃ একি বিশেষ বার্তা জানালেন শিক্ষামন্ত্রী!

রাব্বি মল্লিক / ২৫৯ বার
আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

শিক্ষাব্যবস্থাকে আমূল পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জমশেদ আলী উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আমূল পরিবর্তন করা হচ্ছে। সবাই যেন দক্ষ যোগ্য মানুষ হতে পারে ও দেশের সুনাগরিক, বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হতে পারে। শিক্ষার্থীরা যেন শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সে লক্ষ্যেই এ পরিবর্তন আনা হচ্ছে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

এর আগে শিক্ষামন্ত্রীকে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার আগে তিনি সরকারি আরকে উচ্চবিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের শীতকালীন খেলার উদ্বোধন করেন।

এ ছাড়া তিনি মুক্তাগাছা মহাবিদ্যালয় ও সরকারি শহীদ স্মৃতি কলেজের নির্মিত ভবন পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন সরকারি কলেজর অধ্যক্ষ আলী ইদ্রিস ও মুক্তাগাছা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস কুমার সাহা। অনুষ্ঠান শেষে তিনি দেশীয় পিঠার স্বাদ গ্রহণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ