শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

মহানবিকে নিয়ে কটূক্তি, বিক্ষোভে উত্তাল রাজশাহী

প্রতিনিধির নাম / ৮৩ বার
আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের মুখপাত্র কর্তৃক মহানবি হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী দলসহ সর্বস্তরের তৌহিদী জনতা।

শুক্রবার (১০ জুন ) জুম্মার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুসুল্লিরা রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্ট জড়ো হয়।

সেখানে তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে স্লোগান দেন। পরে তৌহিদী জনতা মিছিলটি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই স্থানে সমাবেশে মিলিত হোন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবি হজরত মুহাম্মদ (স.) ও তার স্ত্রী হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তি করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য অপরাধীদের মৃতুদণ্ডের দাবি জানান।

বক্তারা আরও বলেন, পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী যদি রাসুল (সা.)-কে নিয়ে কেউ কটূক্তি করে তাহলে তার বংশ থাকবে না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান

জানিয়ে দ্রুত ব্যাখ্যা দেওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা। এ সময় নগরীর বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ কয়েক হাজার মুসল্লি এতে অংশ নেয়
সূত্র আর টিভি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ