বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন

মসজিদের মিনার বানানোর জন্য মাটি কাটছিলেন, পাশের দেয়াল ধসেই চলে গেলেন দুনিয়া ছেড়ে

প্রতিনিধির নাম / ১০০ বার
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

চাঁদপুরে মসজিদের মিনার নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে দেয়াল ধসে শাহজাহান গাজী (৬৫) নামে ১ জন নিহ.ত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ জানিয়েছেন, দুর্ঘ.টনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (৩ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজী বাড়ি জামে মসজিদের মিনার নির্মাণের জন্য মাটি খুড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা শ্রমিকরা হলেন, লিটন গাজী (৫০), হামেদ গাজী (৩২) ও কামাল বেপারী (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মসজিদের মিনার নির্মাণের জন্য শ্রমিকরা ঘটনাস্থলে কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় তারা বেইজ নির্মাণের জন্য মাটি কাটতে শুরু করলে পার্শ্ববর্তী একটি দেয়াল ধসে তাদের ওপরে পড়ে।

এ সময় স্থানীয়রা শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাজাহান গাজীকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ