শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:১৫ অপরাহ্ন

মধ্যরাতে যেখানে গেলেন রাজ-পরী

রাব্বি মল্লিক / ২০৮ বার
আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন চিত্রনায়িকা পরীমণি ও রাজ। দু’জনেই ভুগেছেন জ্বর-সর্দিতে। দু’দিন আগে সুস্থ হয়েছেন। আর সুস্থ হয়েই বেরিয়ে পড়লেন বাসা থেকে। মধ্যরাতে ছুটে গেলেন মাওয়ায়। রাতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি তারা ইলিশের স্বাদ নিয়ে এসেছেন।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘অসুস্থ হওয়ার কারণে অনেক দিন ধরেই বাসায় ছিলাম। দম বন্ধ হয়ে আসছিল। হুট করে সিদ্ধান্ত হলো মাওয়া যাব। শুনে রাজও নেচে উঠল।পারিবারিক কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে গেলাম মাওয়া।’

ফেসবুকে আপলোড করা ছবিগুলো অবশ্য মাওয়া যাওয়ার পথে তোলা বলে জানিয়েছেন পরী। ফাঁকা রাস্তায় স্বামী ও বন্ধুদের নিয়ে উচ্ছ্বল মুখে ক্যামেরাবন্দি হন।

পরীমণি ও রাজ বিয়ে করেছেন গত বছরের ১৭ অক্টোবর। তবে সেটা হয়েছিল চুপিসারে। এরপর গত ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। বর্তমানে পরী অন্তঃসত্ত্বা। মূলত মা হওয়ার খবর দেয়ার মাধ্যমেই গত ১০ জানুয়ারি সম্পর্ক-বিয়ের কথা প্রকাশ্যে আনেন নায়িকা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ