সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন

ম’দ্য’পানে নারী পর্যটকের প্রাণ হানি

প্রতিনিধির নাম / ৮৫ বার
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

বান্দরবান জেলা প্রতিনিধি।। ম’দ্য’পানে নারী পর্যটকের প্রাণ হানি

বান্দরবানে সদর হাসপাতালের জরুরি বিভাগে জারা হোক (২২) নামে এক নারী পর্যটকের চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যু হয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা নীহার রঞ্জন নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ধারণা করছেন, অতিরিক্ত মদ্যপানে নারী পর্যটকের মৃ’ত্যু হয়েছে।

আজ বুধবার (৮ জুন) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।জারা হক ঢাকা গুলশান সাঈদ নগরের বাসিন্দা মো. আলমের মেয়ে।হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দুই বন্ধু জারা হককে গুরুতর অসুস্থ অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া অবস্থায় মৃ’ত্যুবরণ করেন।

জারা হকের বন্ধু মো. নিহাল জানায়, বান্দরবান সদর মেঘলাস্থ গ্রীনপিক রিসোর্টে তার বন্ধু জারা হকসহ তিন বন্ধু মিলে গত সোমবার সকালে আসেন। তারা ওই দিন ঢাকা থেকে নিয়ে আসা বিদেশি মদ অতিরিক্ত মদ্যপান করার কারণে জারা হকের শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়ে।

তার শ্বাসকষ্ট সমস্যা আরও বেড়ে যাওয়ার কারণে প্রথমে তারা চিকিৎসার জন্য তিনি ও তার বন্ধু মো. আসিফ হোসেন জারা হককে হিলভিউ হাসপাতালে নিয়ে নিয়ে আসে। তার অবস্থা বেশি খারাপ হওয়ায় হিলভিউ হাসতাল থেকে তারা বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল বলেন, জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার সময় মৃ’ত্যুবরণ করেন।

ডা. নিহার রঞ্জন নন্দী জানান, সন্দেহ করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে নারী পর্যটকের মৃ’ত্যু হয়েছে। বর্তমানে ম’রদেহটি সদর হাসপাতালের ম’র্গে রাখা আছে।

আইনগত প্রক্রিয়া শেষে লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মীর্জা জহির উদ্দিন জানান, ম’রদেহ ম’র্গে আছে। জারা হকের বন্ধু মো. নিহাল ও আসিফ হোসেন পুলিশ হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ