ছবি সংগ্রহীত
মক্কার মসজিদুল হারাম ও হারামাইন শরিফের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ আব্দুর রহমান আস সুদাইস বলেছেন, সৌদি আরবের কাছে হারামাইন শরিফের মর্যাদা রেড লাইন। যে কেউ তা লঙ্ঘন করবে, কিছুতেই তাকে ছাড় দেয়া হবে না। চাই সে যেই হোক না কেন।
শুক্রবার হারামাইন শরিফ ও অন্যান্য পবিত্র স্থানের সাথে সম্পর্তিক নিয়ম-কানুন ও তা পরিপূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি এ কথা বলেন।
এ সময় শায়খ সুদাইস আরো বলেন, হারামাইন শরিফ বিষয়ে কারো হস্তক্ষেপের অনুমতি নেই।
এক্ষেত্রে পাবলিক প্রেসিডেন্সি যথেষ্ট ও স্বাধীন। কেউ যদি সীমালঙ্ঘন করে, তাহলে নিরাপত্তা বিনষ্টের জন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।
উল্লেখ্য যে, কয়েক দিন আগে কথিত এক ইসরাইলি সাংবাদিককে গোপনে মক্কায় প্রবেশ করার সুযোগ করে দেয় এক সৌদি নাগরিক। ইতোমধ্যে ওই নাগরিককে আটকও করেছে সৌদি কর্তৃপক্ষ। এই ইস্যুতেই শায়খ সুদাইস সীমালঙ্ঘনকারীদের সতর্ক করে এই বিবৃতি দেন
সূত্র নয়া দিগন্ত