নিজস্ব প্রতিবেদক ।। মক্কায় হজ মেডিকেল সেন্টারের কার্যক্রমে স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ
পবিত্র মক্কা নগরীতে অবস্থিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। হজ মেডিকেল সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
গতকাল সোমবার হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করতে গেলে চিকিৎসক দলের সদস্যরা মন্ত্রীকে স্বাগত জানান। মন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
মেডিকেল সেন্টারটি পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং উক্ত সেন্টারে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশ থেকে আসা হাজিদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গত ৩ জুন থেকে চিকিৎসক দলের ১৩৮ সদস্য কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে ১১০০-১২০০ হাজিকে ওই সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।
হজ মেডিকেল সেন্টারটির পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন, (টিম লিডার-১) এবং উপদেষ্টা বিশেষজ্ঞ ও প্রিন্সিপাল, আর্মি মেডিকেল কলেজ বগুড়ার ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. বোরহান উদ্দীন (টিম লিডার-২) স্বাস্থ্যমন্ত্রীকে হজ মেডিকেল সেন্টারের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন।
ইতোমধ্যে সেন্টারে প্রদেয় সেবা এবং পুরুষ ও মহিলা বিভাগে পর্যবেক্ষণে রাখা রোগীসহ মক্কায় অবস্থিত বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে রেফার্ডকৃত রোগীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে টিম লিডাররা মন্ত্রীকে অবহিত করেন।
জাহিদ মালেক সেবা গ্রহণকারী হাজিদের সঙ্গে মতবিনিময় করেন। হাজিরা মেডিকেল সেন্টারের সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন।
হাজিদের সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার করা, অতিরিক্ত ঠান্ডা পানীয় পরিহার, রোদে ছাতা ব্যবহার করা ও বেশি বেশি পানি পানসহ সার্বিক সুস্থতা বজায় রাখার পরামর্শ দেন মন্ত্রী।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল