বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন

ভোর থেকে ওডেসায় দফায় দফায় মিসাইল হা”মলা, শিশুসহ নি”’হত ১০

প্রতিনিধির নাম / ৮৪ বার
আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় চালানো রুশ আগ্রাসনে প্রাণ গেলো তিন শিশুসহ কমপক্ষে ১০ জনের। শুক্রবার (১ জুলাই) ভোর থেকে শহরটিতে হচ্ছে দফায়-দফায় হামলা।

স্থানীয় প্রশাসনের বরাতে উইওনের খবর বলছে, কৃষ্ণ সাগর তীরবর্তী শহরটির লোকালয় ছিল মূল টার্গেট। ৯ তলা একটি ভবন লক্ষ্য করে কয়েকদফা ছোঁড়া হয় মিসাইল ও গোলাবারুদ। ধ্বংসস্তুপে পরিণত হয় গোটা এলাকা। এখনও আটকা পড়ে আছে বহু মানুষ, তাদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।

এদিকে, লুহানস্ক প্রদেশে ইউক্রেনীয় সেনাদের সবশেষ ঘাঁটি দখলে চলছে তুমুল লড়াই। যেকোনো মূল্যে লিসিচানোস্ক শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া রুশ সেনাবহর। সেখানকার জ্বালানি পরিশোধনকারী প্ল্যান্ট ঘিরে যুদ্ধ-সংঘাতে ব্যস্ত উভয়পক্ষের সৈন্যদল। শুক্রবার নাগাদ সেখানে বিজয় ঘোষণা করা হবে, এমন দাবি মস্কোর
সূত্র যমুনা টেলিভিশন

আরও পড়ুন ??

ই’উক্রেনের ওডেসায় রুশ হা”’মলায় নি’হত অন্তত ১০
ইউক্রেনের ব্ল্যাক সি বন্দরের ওডেসায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছে। শুক্রবার (১ জুলাই) ভোরে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক তার টেলিগ্রামে চ্যানেলে বলেন, একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন।

এর আগের খবরে বলা হয়েছিল, হামলায় ৩ জন শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। কিন্তু রয়টার্স এ ঘটনার বিস্তারিত জানতে পারেনি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ