নিজস্ব প্রতিনিধি, নরসিংদী খবর || ভোরবেলা নরসিংদীতে প্রাণ গেল ৩ জনের।
নরসিংদীতে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ৩ জনের। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক মরজাল এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী একটি মাইক্রোবাস। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থালেই মাইক্রোবাসটিতে থাকা চালকসহ তিনজনের প্রাণ যায়।
ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় আহতরা চিকিৎসা নিচ্ছে নরসিংদী ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে। দূর্ঘটনার পর অভিযুক্ত বাসটিকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, মর’দেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী খবর