শিল্পী সমিতির নির্বাচনে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভোট দিতে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এফডিসিতে এসে বিয়ের পর প্রথম তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
মিমের নতুন দাম্পত্য জীবন কেমন চলছে তা জানতে উৎসুক তার ভক্তরা। তাদের উদ্দেশে মিম বলেন, ‘নতুন জীবনে পা ফেলার সঙ্গে সঙ্গে আদর-স্নেহ আর ভালোবাসার মানুষ বেড়েছে।
বরের পরিবারের সবাই খুব ভালোবাসেন। হানিমুনে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। এসময় ভক্তদের নতুন তথ্য দেন মিম। জানিয়ে দেন, আগামী মাসেই যাবেন হানিমুনে।
তিনি আরও বলেন, ‘সব সময় আমার সঙ্গে মা থাকেন। তাকে নিয়ে ভোট দিতে এসেছি। আমার স্বামী আসেনি। নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসবো না এটা কী হয়!’
এই নির্বাচনকে ঘিরে প্রত্যাশা জানতে চাইলে প্রসঙ্গে মিম বলেন, ‘পরিবর্তনে বিশ্বাসী করি। শিল্পী সমিতির নেতৃত্বে পরিবর্তন আসা উচিত বলে মনে করি। এই জায়গাট দখল করে রাখার কিছু নেই। যারা আসবেন তারা যেন সিনেমার সুদিন ফিরিয়ে আনতে কাজ করেন।’