বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২১ অপরাহ্ন

ভৈরবে হাসপাতাল থেকে নার্সের ম’রদেহ উদ্ধার

প্রতিনিধির নাম / ১০৭ বার
আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলায় হাসপাতাল থেকে রিমা প্রামাণিক (১৯) নামে এক নার্সের ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে হাসপাতালের একটি কক্ষ থেকে ম’রদেহ পাওয়া যায়।

রিমা পার্শ্ববর্তী জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে। তিনি ভৈরবের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক সেন্টারে নার্স হিসেবে দুই বছর ধরে কর্মরত ছিলেন।

রিমার বড় বোন তনিমা প্রামাণিক বলেন, গত বুধবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে রিমা। গত শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের ফোনে বাড়ি থেকে হাসপাতালে যায় সে। আজ সোমবার সকালে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় আমর বোন আ’ত্ম’হত্যা করেছে।

তিনি আরও বলেন, আমি এসে তাকে দেখি তার গলায় উড়না প্যাঁচানের দাগ। কিন্তু বিছানায় শোয়া। রিমার মৃ’ত্যু আমাদের কাছে র’হস্যজনক মনে হচ্ছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতালের বিছানা থেকে তার ম’রদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ম’রদেহ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ