নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল।। ভিক্ষুকের ১৩ হাজার টাকার স্মার্টফোন ছিনতাই করে পালিয়ে যায়।
ভাইরাল ছবিতে লেখা হয়- কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের ২৬ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন এক ছিনতাইকারী। খবর নিয়ে জানা যায় যে, এই মোবাইলের দাম ১৩ হাজার টাকা।
ভাইরাল ছবিতে আশফাক আসিফ নামে একজন কমেন্ট করে জানান, বাংলাদেশের যে উন্নয়নের অগ্রদূত হচ্ছে তার দৃষ্টান্ত এই ভিক্ষুকের ফোন। তারপরও কিছু লোক বলবে যে দেশে উন্নয়ন নেই।
শিলা বিনতে আব্বাস কমেন্টে জানান, আগে নিজেকে গরিব ভাবতাম। এটা দেখার পর কোন লেভেলে চলে গেছি সেটা নিজেও জানিতে পারে না।
কুমিল্লা ট্রাফিক পুলিশের এটিএসআই নুরু উদ্দিন বাহার জানান, কান্দিরপাড়ের টাউন হল গেটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে আসি। জানতে পারলাম তার ব্যবহৃত ফোনটি ছিনতাই করে নিয়ে গেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করি। ভিক্ষার টাকা জমিয়ে ফোনটি কিনেছেন যেন অবসর সময়ে গান শুনতে পারেন। অভিযুক্ত ছিনতাইকারী শামিমকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল