শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন

 ভারতে তৃতীয় সন্তান নেওয়ায় ১ হাজার সরকারি কর্মীকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক ,নরসিংদী জার্নাল / ১৩৬ বার
আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
ভারতে তৃতীয় সন্তান নেওয়ায় ১ হাজার সরকারি কর্মীকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক ,নরসিংদী জার্নাল।।  ভারতে তৃতীয় সন্তান নেওয়ায় ১ হাজার সরকারি কর্মীকে শোকজ

ভারতের মধ্যপ্রদেশের ভোপালের এক হাজার সরকারি শিক্ষক-কর্মচারী তাজ্জব। রাজ্য সরকারের কাছ থেকে নোটিশ পেয়ে মাথায় হাত তাদের। ওই নোটিশে তাদের দুটির বেশি সন্তান থাকার জন্য শোকজ করা হয়েছে।

সংবাদমাধ্যমে রাজ্য সরকারের কর্মকর্তা এ কে মোডগিল বলেন, ওইসব লোকজনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। অনেকেই এখন বলছেন সরকারি নিয়ম জানতেন না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল না।

কী সেই আইন? ২০০০ সালে মধ্যপ্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, কোনো সরকারি কর্মচারী ২০০১ সালের ২৬ জানুয়ারির পর দুটির বেশি সন্তান যদি নেন তাহলে তাদের চাকরি থাকবে না। এদিকে, রাজ্যে শিক্ষা দফতরের দাবি, সরকার ওই নিয়মের কথা কর্মীদের জানায়নি।

বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন রাজ্যের এক বিধায়ক। তিনি বিধানসভায় জানতে চান, ২০০০ সালে রাজ্য সরকারের ওই নির্দেশিকা অনুযায়ী এখন পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সেই তথ্য খুঁজতে গিয়েই দেখা যায়, মোট এক হাজার জনকে তৃতীয় সন্তান নেওয়ার জন্য শোকজ করা হয়েছে।

সরকারের ওই কাণ্ডে প্রবল ক্ষুব্ধ শিক্ষাক মহলের একাংশ। মোহন সিং নামে এক শিক্ষক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওইরকম একটি শোকজ লেটার আমাদের ধরানো হয়েছে। আমরা জানিয়েছি, চাকরির নিয়োগপত্রে সন্তান নিয়ে কোনো কথা লেখা ছিল না। যাদের নিয়োগপত্রে ওই শর্ত দেওয়া রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ