বর্তমানে ভারতে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সেখানে গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে পূজা দিলেন তিনি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আসামের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দির দর্শনে যান অপু। তারপর সেখান পূজাও দেন।এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করছেন তিনি।
জানা যায়, আগরতলা ছাড়াও এই সফরে গুয়াহাটি, শিলংসহ আশেপাশের কয়েকটি স্থানে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তার সঙ্গে আরও রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও গায়িকা মমতাজ।
এই সফর শেষে আগামীকাল (শুক্রবার) দেশে ফেরার কথা রয়েছে অপু বিশ্বাসের। ফিরেই রংপুর যাবেন তিনি। এদিন দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পা রাখবে তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’। রংপুরের দর্শকদের সঙ্গে হলে বসে সিনেমাটি উপভোগ করবেন তিনি।