রবিবার, ০৪ জুন ২০২৩, ০২:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজঃ চরমোনাই মাহফিলগামী একটি ট্রলার ডুবে নিহত হয়েছে ৩ জন!

রাব্বি মল্লিক / ১৪৫ বার
আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

সিরাজগঞ্জ থেকে বরিশালের চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ঘটনায় ৩ জনের ম রদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে বুধবার দুপুর পৌনে ১টা পর্যন্ত ম রদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন দুজন।

বরিশাল নৌ-ফায়ার স্টেশন অফিসার খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। খোরশেদ আলম জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিল। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও বলেন, নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ