বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ কোটি টাকার মাদক ধ্বং’স

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, নরসিংদী জার্নাল / ১৯৩ বার
আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায়_২৩_কোটি_টাকার_মাদক_ধ্বং'স

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, নরসিংদী জার্নাল || ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ কোটি টাকার মাদক ধ্বং’স।

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির হাতে জব্দ হওয়া প্রায় ২৪ কোটি টাকারও বেশি মা’দক ধ্বং’স করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) ২৫ ও ৬০ ব্যাটালিয়ন যৌথভাবে এ মা’দক ধ্বং’স করে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের সদর দপ্তর সুলতানপুরে মা’দক’গুলো ধ্বং’স করা হয়।

বিজিবি সূত্র জানায়, ২০১৯ সালের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ২৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯৩০ টাকার মা’দক’দ্রব্য জব্দ করেছে বিজিবি। সরাইল বিজিবি ১১ কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৬৬০ টাকা ও সুলতানপুর বিজিবি ১২ কোটি ১৭ লাখ ৫৯ হাজার ২৭০ কোটি টাকার মা’দ’কদ্রব্য জব্দ করে।

২৫ ব্যাটালিয়ন সরাইল বিজিবির জব্দ করা মা’দক দ্রব্যের মধ্যে রয়েছে ২৪ হাজার ৩৭০ বোতল ফেন’সিডিল, ৮৮ হাজার ১০০ বোতল ই’স্কাপ সিরাপ, ১ হাজার ৪৩৯ বোতল বি’য়ার ক্যান, ৮ হাজার ২৬৭ বোতল হু’ই’স্কি, ৭ হাজার কেজি ৫৭৫ গ্রাম গাঁ’জা, ১ লাখ ২৬৫ পিস ইয়া’বা ট্যাবলেট, ৮৩.২৫ লিটার চো’লাই ম’দ, ৪ লাখ ২৮ হাজার ১৭০ পিস পা’তার বিড়ি।

৬০ ব্যাটালিয়ন সুলতানপুর বিজিবি ১৪ হাজার ২৬১ বোতল ফে’ন’সিডিল, ১৯ হাজার ৯৯ বোতল ই’স্কাপ সিরাপ, ৪ হাজার ৪৯৪ বোতল বি’য়ার ক্যান, ৩২ হাজার ৪৮৯ বোতল হু’ইস্কি, ৯ হাজার কেজি ৯৩০ গ্রাম গাঁ’জা, ৭৭ হাজার ৮৪৫ ই’য়াবা ট্যাবলেট, ৫২০ বোতর ফরমুলা সিরাপসহ বিভিন্ন ছোট ছোট মা’দকের চালান জব্দ করে।

সূত্র আরও জানায়, পূর্বাঞ্চলের ১২৮ কিলোমিটার সীমান্তে জব্দ করা মা’দকগুলোর মধ্যে দামি হচ্ছে ই’স্কাপ, ফে’ন’সিডিল, গাঁ’জা, হু’ইস্কি ও ইয়াবা। সীমান্ত এলাকাসহ সারাদেশেই এগুলোর চাহিদা বেশি।

মা’দক’দ্রব্য ধ্বং’স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। বিশেষ অতিথি ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কুমিল্লা সদর সপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন, সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ, সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফেরদৌস কবীর প্রমুখ।

বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘আজ যে পরিমাণ মা’দক ধ্বং’স করা হয়েছে তাতে কিন্তু প্রমাণ হয় যে বিজিবির সদস্যরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। স্থলপথের পাশাপাশি এখন আকাশপথেও মা’দক আসছে। চো’রাকা’রবারিরা প্রতিনিয়ত তাদের কৌশল বদলাচ্ছেন। আমরাও সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ