ছবি সংগ্রহীত
এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মসজিদের টাকার হিসাব ও কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার ৬ জুলাই রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত মতি মিয়ার ছেলে ও তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনি ৫দিন আগে দেশে এসেছেন।
নিহতের চাচাতো ভাই তাহের মিয়া বলেন, বুধবার বাদ মাগরিব রসুলপুর শাহী নূর জামে মসজিদের টাকার হিসাব নিয়ে কমিটির সভা হয়। সভায় জানানো হয় যে, এই মসজিদে দীর্ঘদিন যাবত উম্মেদ আলী সভাপতি ও ফিরোজ মিয়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সভায় উপস্থিত ছিলেন বর্তমান সেক্রেটারি ফিরোজ মিয়ার ভাতিজা প্রবাসী আব্দুর রশিদ।
সভায় নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা চলার সময় আব্দুর রশিদ যখন জানান মসজিদ কমিটি নিয়ে দলাদলির দরকার নেই, যে কমিটি আছে তা-ই থাকবে। তার কথার পরিপ্রেক্ষিতে স্থানীয় দুই মুসল্লি দাবি করেন সফর আলীকে মসজিদের সভাপতি করতে হবে। এনিয়ে তাদের সাথে আব্দুর রশিদের বাকবিতণ্ডা হলে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আব্দুর রশিদ আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, মসজিদের টাকার হিসাব ও কমিটি নিয়ে মসজিদ কমিটির মুসল্লিদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। পরবর্তীতে সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন ??
হোটেলে ৮ ঘণ্টা সেবা দিয়ে সামান্থার প্রথম উপার্জন ছিল ৫০০ রুপি
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে যিনি দক্ষিণী চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। সামান্থার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই। তবে তার ক্যারিয়ারের শুরুটা ছিল সংগ্রামে ভরা।
একসময় সামান্থা হোটেলেও কাজ করেছিলেন। সেই কাজ থেকেই তার প্রথম উপার্জন হয়েছিল। অতীতের সেই ঘটনা তিনি নিজেই প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নেন সামান্থা। সেখানে এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, সামান্থার প্রথম উপার্জন কত ছিল?
এর উত্তরে সামান্থা জানান, তার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ রুপি। যেটি ছিল একটি হোটেলে সেবা দেয়ার জন্য। ওই হোটেলের একটি কনফারেন্সের জন্য ৮ ঘণ্টা সেবা দিয়েছিলেন সামান্থা। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন।
সূত্র যমুনা টেলিভিশন