শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ আবারও বিক্রির নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া, জেলা প্রতিনিধি / ১২২ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায়_নাপা_সিরাপ_আবারও_বিক্রির_নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া, জেলা প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ আবারও বিক্রির নির্দেশ।

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রির নির্দেশনা দিয়েছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সোমবার (১৪ মার্চ) রাতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে গত শনিবার (১২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার নরসিংদী খবরকে বলেন, আশুগঞ্জে দুই শি’শুর মৃ’ত্যুর ঘটনার পর আমরা ফার্মেসিগুলোতে নাপা সিরাপ সাময়িক বন্ধ রাখতে বলেছিলাম। যদি কোনো শি’শুর ক্ষতি হয় সেই চিন্তা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার বিকেলে রাজধানীতে এক ব্রিফিংয়ে জানানো হয় নাপা সিরাপ পরীক্ষা-নীরিক্ষা করার পর কোনো সমস্যা পাওয়া যায়নি। কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর আমরা ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ বিক্রি করতে ব্যবসায়ীদের পুনরায় চিঠি দিয়েছি।

গত বৃহস্পতিবার (১১মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শি’শুর মৃ’ত্যুর অভিযোগ ওঠার পর সাময়িক সময়ের জন্য তা বিক্রি বন্ধ ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ওষুধ ফার্মেসি ব্যবসায়ীদের এই সমিতি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/ নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ