মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রে’নের নিচে পড়েও বেঁ’চে গেলেন তরুণী

প্রতিনিধির নাম / ৬১ বার
আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

ব্রাহ্মণাবড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রে’নের নিচে পড়েও বেঁ’চে গেলেন তরুণী

আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন (১৯) নামে এক তরুণী লিজা । আজ  শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলা সদরের তিতাস রেল সেতুতে এ ঘটনা ঘটে।

লিজা আখাউড়া উপজেলার বড়কুড়িপাইকা গ্রামের গাজী মুর্শিদের মেয়ে। এ ঘটনায় ওই তরুণী অক্ষত থাকলেও ট্রমায় ভুগছেন।

ঘটনাস্থলে উপস্থিত আমজাদ ভূইয়া নামে এক তরুণ এ ঘটনার একটি ভিডিও করেন। ৮ সেকেণ্ডের ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিতাস রেলসেতুতে দাঁড়িয়ে নদীর পানি দেখছিলেন ওই তরুণীসহ তিনজন। এসময়নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন চলে আসলে ওই তিনজন নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেতু অতিক্রম করার চেষ্টা করে। দুইজন সেতু পার হতে পারলেও ওই তরুণী হোঁচট খেয়ে ট্রেনের নিচে পড়ে যায়।

তবে তিনি শুয়ে পড়ার কারণে তার কোনো ক্ষতি হয়নি। তিনি অক্ষত থাকলেও অচেতন হয়ে পড়ায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে এ বিষয়ে ওই তরুণী ও তার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। হাসপাতালে সাংবাদিকদের দেখে ওই তরুণীকে নিয়ে তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে চলে যান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করমি বলেন, ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও দেখেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ