ছবি সংগ্রহীত
ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে বস, রাজাবাবু, টাইগারবাবুসহ বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারিরা। তবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া তার এক গরুর নাম রেখেছেন জায়েদ খান। ষাঁড় গরুটির ওজন ৬০০ কেজিরও বেশি। নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে ‘জায়েদ খানকে’।
বাংলা চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খানের নামে নাম রাখা গরুটিকে দেখার জন্য হাটে ভিড় করছেন উৎসুক জনতা। গরুটির দাম চাওয়া হচ্ছে ৩ লাখ টাকা। তবে এখন পর্যন্ত জায়েদ খানের দাম উঠেছে ১ লাখ ৮০ হাজার টাকা।
খামারি ইউনুস মিয়া জানান, এবার কুরবানির পশুর হাটে তোলার জন্য তার খামারে ২০টিরও বেশি গরু পালন করেছেন। খামারের বড় গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বিভিন্ন নাম দেয়া হয়েছে। জায়েদ খানের নামও আকর্ষণের জন্যই দিয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এবার শতাধিক কুরবানির পশুর হাট বসবে। এসব হাটে অন্তত ৭০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবার ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির জন্য পশুর চাহিদা আছে ১ লাখ ৭০ হাজারেরও বেশি।
আরও পড়ুন ??
গৃহবধূর বেডরুমে প্রেমিক, আটক করলেন শ্বশুর
ভোলার চরফ্যাশনে পরকীয়া প্রেমিকের সঙ্গে পুত্রবধূকে হাতেনাতে ধরে তাদের পুলিশে দিয়েছেন শ্বশুর। গত রোববার (৩ জুলাই) গভীর রাতে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের এক গৃহবধূর শয়নকক্ষ থেকে সবুজ নামে এক যুবককে আটক করেন গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন।
পরে শশীভূষণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গতকাল সোমবার (৪ জুলাই) সকালে যুবককে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
আটক সবুজ ওই গ্রামের নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে।
গৃহবধূর শ্বশুর জানান, তার ছেলে ঢাকায় কর্মস্থলে থাকার সুযোগে পুত্রবধূ প্রতিবেশী সবুজের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি তিনি ও তার পরিবারের সদস্যরা বুঝতে পেরে পুত্রবধূকে সংশোধন হওয়ার জন্য বলেন।
তিনি আরও জানান, রোববার গভীর রাতে ওই যুবক পুত্রবধূর শয়নকক্ষে ঢুকেন। বিষয়টি তিনি টের পেয়ে রাত ৩টায় পুত্রবধূর শয়নকক্ষ থেকে সবুজকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ যুবক সবুজকে থানায় নিয়ে যায়।
গৃহবধূ জানান, সবুজের সঙ্গে তার প্রেম চলছে। স্বামীর সঙ্গে তার বনিবনা নেই। প্রেমিক সবুজ তাকে বিয়ে করে সংসার করবেন।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, গৃহবধূর স্বামীর বাড়ি থেকে আটক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র আর টিভি