শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই বোনের প্রাণ গেল

প্রতিনিধির নাম / ৯১ বার
আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
mazikara nabinagar pourashava brahmanbaria shiso news

তামান্না খন্দকার, নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল || ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই বোনের প্রাণ গেল।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পৌর শহরে খেলতে গিয়ে পানিতে ডুবে রোজা মনি (৫) ও নুসাইবা (৬) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

রোজা মনি নবীনগর পৌরসভারে মাঝিকারা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং নুসাইবা একই এলাকার মনির হোসেনের মেয়ে। তারা সম্পর্কে চাচাত বোন। আজ রোববার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে নবীনগর পৌর এলাকার নবীনগর সরকারি কলেজের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, সকাল ১১টার দিকে নবীনগর সরকারি কলেজ মাঠে রোজা মনি ও নুসাইবা অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এক ফাঁকে কলেজ মাঠের পাশের পুকুরে দুই শিশু অজান্তে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে শিশু দুটির মরদেহ পানিতে ভাসতে থাকে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ