শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ন

ব্যাংক করার চেষ্টায় ব্যর্থ হলেন সাকিব, বাতিল করা হলো ব্যাংকের আবেদন!

রাব্বি মল্লিক, নরসিংদী জার্নাল / ২১১ বার
আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

লেটার অব ইনটেন্ডের (এলওআই) ্‌শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় পিপলস ব্যাংকের আবেদন বা‌তিল করে‌ছে বাংলাদেশ ্‌কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার ্‌(২০ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া ্‌হ‌য়।

প্রস্তাবিত ব্যাংকটির উদ্যোক্তা ্‌পরিচালক হতে চেয়েছিলেন বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিষয়টি ্‌নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ্‌মো. সিরাজুল ইসলাম বলেন, প্রস্তাবিত ব্যাংকটির এলওআইয়ের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ্‌ছিল।

নির্ধারিত সময়ে যেহেতু ্‌তারা শর্ত পূরণ করতে পারেনি তাই তাদের সময় বাড়ানোর আবেদন বাতিল করা্‌্‌হয়েছে।
প্রস্তাবিত ্‌পিপলস ব্যাংক লিমিটেডের আগের ১২ জন উদ্যোক্তা পরিচালকের মধ্যে এখন শুধু প্রস্তাবিত ্‌চেয়ারম্যান আবুল কাশেম ও তার স্ত্রী ্‌রয়েছেন।

নতুন করে ২১ জন ্‌পরিচালকসহ ২৩ জন কেন্দ্রীয় ব্যাংক বরাবর আবেদন করেছে। তাদের মধ্যে সাকিব ্‌আল হাসানও রয়েছেন। তবে এ আবেদনের ্‌বিষয়ে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত হবে তা এখন বলা যাচ্ছে ্‌না।

জানা গেছে, দীর্ঘ তিন ্‌বছরেরও বেশি সময় ধরে প্রস্তাবিত পিপলস ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকিং ্‌ব্যবসার জন্য লাইসেন্স নিতে চেষ্টা ্‌করছে।

তবে এলওআইর শর্ত পূরণ না ্‌হওয়ায় এ লাইসেন্স পাচ্ছিল না প্রতিষ্ঠানটি। ফলে কয়েক দফা এলওআইর মেয়াদ ্‌বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ এলওআইর মেয়াদ শেষ হয় ্‌গত ৩১ ডিসেম্বর।

তবে এর আগেই কোম্পানির ্‌পরিশোধিত মূলধন পূরণের জন্য সাকিব আল হাসান ও তার ্‌মা শিরিন আক্তারকে পরিচালক করার ্‌বিষয়ে অনাপত্তি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে প্রস্তাবিত ্‌ব্যাংকটি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ