সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

বোনকে ই’ভটিজিং, ৯৯৯-এ কলে যু’বক আ’টক

প্রতিনিধির নাম / ৯৪ বার
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল । বোনকে ই’ভটিজিং, ৯৯৯-এ কলে যু’বক আ’টক

এক বকাটে যুবক পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল সে এলাকার ।‌ বিষয়টি জানার পর সেই ছেলেকে অনেকবার বোঝানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।

আজ সোমবার (৩০ মে) সকালে আবার উত্ত্যক্ত করে সেই ছাত্রীকে। এবার এই ঘটনায় ছাত্রীর বাবা ও ভাই প্রতিবাদ করলে তাদের দেখে নেওয়ার হুমকি দেন ওই যুবক। এছাড়া লাঠিসোটা নিয়ে মারধরের প্রস্তুতি নেন তিনি। এ খবর পেয়ে ছাত্রীর ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সেই যুবককে আটক করে। ‌

এ ঘটনায় আ’টককৃত যুবকের নাম নয়ন ঢালী (২২)। তিনি খুলনার সোনাডাঙ্গা উপজেলার গোবরঢাকা ইউনিয়নের শেখপাড়া গ্রামের খোকন ঢালীর ছেলে।

সোমবার সকালে খুলনার সোনাডাঙ্গা উপজেলার শেখপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

পুলিশ কর্মকর্তা জানান, জাতীয় জরুরি সেবায় কল আসে যে, খুলনার সোনাডাঙ্গা উপজেলার শেখপাড়া নবীনগর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে গত ছয় মাস থেকে ইভটিজিং করা হচ্ছে। এ ঘটনায় ইফটিজিংকারী যুবককে সেই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বোঝানো হয়েছে।

কিন্তু তিনি কোনোভাবে কথা শুনছেন না। সবশেষ সোমবার সকালে সেই ছাত্রী স্কুল যাওয়ার পথে তাকে আটকে রাখেন সেই যুবক। এ খবর পেয়ে ছাত্রীর বাবা ও ভাই ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় সেই যুবক তাদের দেখে নেওয়ার হুমকি দেন। পাশাপাশি লোকজন নিয়ে তাদের মারধরের প্রস্তুতি নেন।

খবরটি পাওয়ামাত্র সোনাডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানানো হলে সেখানকার এসআই রবিউল ইসলাম যৌথ অভিযান চালান। পরে শেখপাড়া এলাকা থেকে নয়ন আলীকে আটক করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ