বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন

বৈরী আবহাওয়া পদ্মা সেতুর উদ্বোধন থামাতে পারবে না: নৌ-প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম / ৭৪ বার
আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
বৈরী আবহাওয়াও থামিয়ে রাখতে পারবে না পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান। এমন মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ২৪ জুন দুপুরে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ঝড়বৃষ্টি, বন্যাসহ যেকোনো বৈরী পরিস্থিতি জনসভার গতিকে থামিয়ে রাখতে পারবে না। প্রকৃতি যদি এ জনসভার সঙ্গে একত্রিত হতে চায়, তাহলে প্রকৃতির সঙ্গেও আলিঙ্গন করা হবে।

খালিদ মাহমুদ বলেন, দরিদ্রতার গ্যাঁড়াকলে পড়েছিল বাংলাদেশ। সেই বাংলাদেশকে তুলে নিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তুলে নিয়ে আসেননি, হিমালয়ের চূড়ায় বসিয়ে দিয়েছেন তিনি। শনিবারের জনসভায় বাংলাদেশসহ সারা পৃথিবী একসঙ্গে যুক্ত হয়ে যাবে।

তিনি বলেন, বাংলাবাজার ঘাটে প্রধানমন্ত্রী কথা বলবেন। সেই কথাগুলো হচ্ছে আগামীর বাংলাদেশের কথা, সেই কথাগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছে। এ সময় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ