বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:৪১ অপরাহ্ন

বৃহস্পতিবার থেকে ফেসবুক হয়ে যাবে ‘টিকটকের মতো

প্রতিনিধির নাম / ১৬৪ বার
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
শিগগিরই ফেসবুকে বেশ বড়সড় পরিবর্তন দেখা যাবে। বলা যেতে পারে, মেটার শীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমটি সাজছে টিকটকের আদলে! টিকটক অ্যাপে যেভাবে পরপর ভিডিও দেখা যায়, ফেসবুকেও সোয়াইপ করার অপশনটি যোগ হবে। আগামী বৃহস্পতিবার থেকেই ফেসবুক অ্যাপের হোমপেজ টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিকাল পাবলিক ভিডিও আসতে থাকবে।

এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুকে। শুধু তাই নয়, রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরিজ সব কিছুই ফেসবুক অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা।

জানা গেছে, অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব পাবেন। এছাড়াও গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হবে। এছাড়াও অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা হবে না।

এদিকে বিশ্বজুড়ে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। যার প্রভাব পড়ছে অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উপর। প্রায় সব সাইটই তাদের গ্রাহক হারিয়েছে টিকটকের জনপ্রিয়তার কারণে। তাই প্রযুক্তি বিশ্বে টিকে থাকতেই একগুচ্ছ বদল আনছে ফেসবুক।

আরও পড়ুন ??
না খেয়ে থাকতে পারি, কিন্তু শারীরিক সম্পর্ক ছাড়া থাকতে পারি না: সামান্থা


না খেয়ে থাকতে পারলেও শারীরিক সম্পর্ক ছাড়া থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

একটি ম্যাগাজিনের জন্য চলতি বছর ফটোশুট করেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে যৌনতা বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন নায়িকা। সম্প্রতি সামান্থার সেই বিস্ফোরণ মন্তব্যটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয়, শারীরিক সম্পর্ক ও খাবার এর মধ্যে কোনটাকে বেছে নেবেন। কোনও চিন্তা না করে সামান্থার অকপট উত্তর, ‘অবশ্যই শারীরিক সম্পর্ক। না খেয়ে আমি থাকতে পারি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ