শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:০২ অপরাহ্ন

বুধবার থেকে শুরু হবে প্রাথমিকের ক্লাস

রাব্বি মল্লিক / ১৫৫ বার
আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আগামী বুধবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান। তবে প্রাক-প্রাথমিকের (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে দুই সপ্তাহ পর।

করোনার ক্ষতি পোষাতে প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, রোববার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, বুধবার থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। আর এ বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ