মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:২১ অপরাহ্ন

বিয়ে বাড়িতে গায়ে আ’গুন, নববধূর প্রাণহানি

প্রতিনিধির নাম / ৮১ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

পিরোজপুর জেলা প্রতিনিধি।। বিয়ে বাড়িতে গায়ে আ’গুন, নববধূর প্রাণহানি

পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের বাড়িতে নিজের গায়ে আগুন দিয়ে সুফিয়া বেগম (৫৫) নামের এক গৃ’হবধূর মৃ’ত্যু হয়েছে। আজ শনিবার (১৬ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী মোরেলগজ্ঞ উপজেলার হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।সুফিয়া বেগম ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ানের রামচন্দ্রপুর গ্রামের মুনসুর আলী হাওলাদার স্ত্রী।

নি’হত সুফিয়ার বড় ভাই আব্দুর রশিদ জানান, তার ছেলের ঘরের নাতির বিয়ে উপলক্ষে দু’দিন আগে তার বোন তাদের বাড়িতে বেড়াতে আসে। গতকাল শুক্রবার (১৫ জুলাই) বাড়ির পেছনের পুকুর পাড়ে বসে সুফিয়া নিজের গায়ে নিজে আগুন দেয়।

পারে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মা’রা যায়।

নি’হতের ছোট ছেলে রমিজ জানান, দু’দিন আগে মামা আমাদের বাড়ি থেকে মাকে বেড়ানোর জন্য নিয়ে যায়। কী কারণে আগুনে পুড়ে মা মারা গেছে জানি না।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জোবায়ের তালুকদার জানান, নিজের গায়ে নিজে আগুন দেওয়া সুফিয়া বেগমের মৃ’ত্যু হয়েছে। কারোর সঙ্গে অভিমান করে গায়ে আগুন দিয়ে গৃ’হবধূ মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও একবার ওই গৃহবধু চলন্ত ফেরি থেকে নদীতে লাফ দিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিজের গায়ে আ’গুন দিয়ে এক গৃ’হবধূ মা’রা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ