শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন

বিয়ে নিয়ে যা বললেন সাবা

বিনোদন ডেস্ক, নরসিংদী জার্নাল / ৯৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
বিয়ে_নিয়ে_যা_বললেন_সাবা

বিনোদন ডেস্ক, নরসিংদী জার্নাল || বিয়ে নিয়ে যা বললেন সাবা।

দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ওপার বাংলার সিনেমায় কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে ঘর বেঁধেছিলেন। অনেক আগে এ সংসারের ইতি টেনে পুত্রকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবন যাপন করছেন।

দীর্ঘ সময় পর সোহানা সাবা জানালেন বিয়ে করবেন তিনি। এ নিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এ লেখার শুরুতে সাবা বলেন ‘অনেকেই ইনিয়ে-বিনিয়ে প্রকাশ্যে আড়ালে জানতে চাইছেন আমি কবে বিয়ে করবো?

কারো মৃত্যু খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃ”ত্যুচিন্তা মাথায় ভর করে। তেমনি কারো বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে যে তার নাম্বার কবে আসবে?’

ফের বিয়ের পিঁড়িতে বসলে আর ভুল করতে চান না সোহানা সাবা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবু বলছি, বিয়ে যদি কখনো করিও আর ভুল করবো না সেটারই ট্রাই করব।

ছোটবেলার এক সিদ্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে, তা সামলে কতটা উঠতে পেরেছি তা জানি না। তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। কোনোরকম পিআর প্রেসার কাজ করবে না আমার সাথে। জীবনটা খুব সুন্দর। জীবনের প্রতিটি মুহুর্ত উপভোগ করতে চাই।’

স্বাধীনতা হারিয়ে সেই স্বাধীনতা ফিরে পাওয়ার মাঝে অনেক আনন্দ রয়েছে। আর সেই আনন্দের উপলদ্ধি সাবা খুব ভালোভাবে করেছেন। এই স্বাধীনতাকে ভুল না বোঝার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘একেবারে ভুল বুঝবেন না যে, এটা খারাপ কোনো স্বাধীনতা। এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিঃশ্বাস নেবার স্বাধীনতা। আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি বিয়ে করি, তবে এ টুকু নিশ্চিত হবো যে, আমার এই স্বাধীনতাকে সম্মান করা হবে।’

২০০৬ সালে কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন সাবা। ২০০৮ সালে মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমার কাজ করতে গিয়ে পরস্পরের মাঝে ভালো লাগা তৈরি হয়। পরবর্তীতে বিয়ে করে সংসারী হন এই যুগল। ২০১৪ সালের ১৮ অক্টোবরে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র স্বরবর্ণ। পরের বছরের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান এই তারকা দম্পতি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ