হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিসন। নাম পড়ে নিশ্চয়ই পাঠকের চোখে ভেসে আসছে সব চেয়ে সুদর্শন পুরুষ অভিনেতার চেহারাটি।
তবে দুবছর ধরে এই খেতাবটি ধরে রাখলেও এবার আর তিনি প্রথমে নেই। তাকে পেছনে ফেলে এবার সেরা সুদর্শন পুরুষ হলেন কিম তাহিয়ুং। যাকে সবাই বিটিএসএর ‘ভি’ নামেই সবাই চেনেন।তবে তিনি যে শুধু হলিউডকেই পেছনে ফেলে দিয়ে গেছেন মোটেও তা নয়।
পেছনে ফেলেছেন আরও নামকরা সব তারকাখ্যাত পুরুষদের। বিশ্বের সেরা সুদর্শন পুরুষের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পল রুড।
রবার্ট প্যাটিনসন তৃতীয় স্থানে এবং বলিউড অভিনেতা হৃত্বিক রোশন চতুর্থ স্থানে আছেন।এই তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যামও।
সেই সাথে মার্কিন অভিনেতা টম ক্রুজকে বিশ্বের অন্যতম হ্যান্ডসাম পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে।