শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে দামি স্থা’পনা মসজিদে হা’রাম

প্রতিনিধির নাম / ১২৬ বার
আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২

ধর্ম ডেস্ক।। বিশ্বের সবচেয়ে দামি স্থা’পনা মসজিদে হা’রাম

মসজিদ আল-হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন। সৌদি আরবের মক্কার পবিত্র কাবাকে ঘিরে এই মসজিদের অবস্থান। ব্রিটেনের বিখ্যাত আবাসন কোম্পানি হোমস অ্যান্ড প্রোপার্টির তালিকায় এটিই বিশ্বের সবচেয়ে মূল্যবান ও দামি স্থাপনা।

মসজিদটি বিশ্বমুসলিমের হজযাত্রার স্থান, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের ওপর জীবনে একবার পালন করা আবশ্যক। ওমরার জন্যও মুসলমানদের সেখানে ভ্রমণ করতে হয়।

মক্কার গ্র্যান্ড মসজিদ মসজিদ আল-হারামের মোট ২১০টি দরজা রয়েছে, যার মধ্যে ৫টি দরজা সবচেয়ে বিখ্যাত।

সমস্ত ফটকের নামকরণ করা হয়েছে ইতিহাসে সংঘটিত উল্লেখযোগ্য ব্যক্তি, স্থান বা ঘটনার নামে। ৯টি সুন্দর ও সুউচ্চ মিনার মসজিদ আল-হারামকে অনন্য দৃষ্টিনন্দন করে তুলেছে।

মসজিদে হারামের ভেতরের এবং বাইরের নামাজের স্থানসহ এর আয়তন হলো ৩ লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার (৮৮.২ একর)।

হোমস অ্যান্ড প্রোপার্টি মসজিদ আল হারামের স্থাপনার নির্মাণ ব্যয় নির্ধারণ করেছে ৭৫ বিলিয়ন ইউরো বা ১০০ বিলিয়ন ডলার। যা মসজিদে হারামকে দামি স্থাপনাগুলোর শীর্ষে নিয়ে এসেছে।

মসজিদে হারামের পর দ্বিতীয় সর্বোচ্চ দামি ভবন হলো পবিত্র নগরী মক্কার মসজিদে হারামের ৫০ মিটার অদূরে অবস্থিত ‘আবরাজ আল বায়িত টাওয়ার।

মসজিদে হারাম থেকে হেঁটে আসা-যাওয়া করা যায়। ওই টাওয়ারটি হজযাত্রীদের পছন্দের আবাসস্থল। যা মক্কা ক্লক রয়্যাল টাওয়ার (মক্কা টাওয়ার) নামে পরিচিত।

১২০ তলাবিশিষ্ট ভবনটির চুড়ায় ৪৩ মিটার ফ্রেমে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি স্থাপিত। প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে এ ঘড়ি দেখে সময় জানা যায়। এ ভবনটির দাম নির্ধারণ করা হয়েছে ১১.৩ বিলিয়ন ইউরো (১৫ বিলিয়ন ডলার)।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ