মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

বিশেষ মোনাজাত  সিলেটে বানভাসিদের জন্য

প্রতিনিধির নাম / ৫৯ বার
আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২

সিলেট  জেলা প্রতিনিধি।। বিশেষ মোনাজাত  সিলেটে বানভাসিদের জন্য

সিলেটে ঈদের নামাজের পর বানভাসি মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় পুরো শাহী ঈদগাহ ময়দানে মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এছাড়া দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়।

আজ রোববার (১০ জুলাই) সকাল ৮টায় সিলেট নগরের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাতের আগে বয়ান দেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু হোরায়রা। পরে তিনি নামাজের ইমামতি করেন।

শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এবং বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ।

পরে ঈদের শুভেচ্ছা জানান তারা। নামাজ শেষে সিলেটসহ সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সুখ-শান্তি এবং জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ দিকে ঈদে সিলেটে চার স্তরের নিরাপত্তা রয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার পরিতোষ ঘোষ। এ ছাড়া ঈদ জামাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

ঈদগাহে মুসল্লিদের ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, জেলার বিভিন্ন থানা এলাকায় ৩৬৪টি ঈদগাহ ও ২ হাজার ৪৬১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৭টি ঈদগাহ ও ২৮টি মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ