নিজস্ব প্রতিবেদকট্রেন ।। বিলম্বে ছাড়ার কারণ জানালেন স্টেশন ম্যানেজার
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে যাত্রা শুরু হয়েছে। ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর ছাড়তে পারেনি।
ট্রেন দেরিতে কমলাপুরে আসার কারণে ছাড়তে দেরি হচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেছেন, নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি তাদের রয়েছে। কিন্তু স্টেশনে ট্রেন দেরি করে আসায় কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হয়েছে।
আজ মঙ্গলবার (৫ জুলাই) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সামনে দিনগুলোতে আর শিডিউল বিপর্যয় হবে না এমন আশাবাদ ব্যক্ত করে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার বলেন, কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে।
শু’ধু রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও সু
ন্দরবন এক্সপ্রেস দেরিতে ছেড়েছে। আশা করি সামনের দিনগুলোতে এই বিপর্যয় আর থাকবে না।
মাসুদ সারওয়ার আরও বলেন, গতকাল ওই পারে একটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। সে কারণে ট্রেন আসতে দেরি হয়েছে। এখান থেকে ছাড়তেও দেরি হয়েছে।
ঈদযাত্রার প্রথম দিন আজ মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও প্রথম ট্রেনই বিলম্বিত হয়।
ফলে ৬টা ২০মিনিটে সিলেটগামী পারাবত ট্রেনটি ছেড়ে যাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়। আর ধূমকেতু ট্রেনটি দেড় ঘণ্টা বিলম্বিত করে ঢাকা ছেড়ে চলে যায়।
স্টেশন ম্যানেজার বলেন, একটা সময় ছিল যখন সকালের ট্রেন বিকেলে, বিকেলের ট্রেন রাত ১২টায় বা পরের দিন এসেছে।
এখন সে অবস্থা নেই। আমরা চাই মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে। সবাই আনন্দ করার জন্যই বাড়ি যাচ্ছে, এতে যেন কোনো বিঘ্ন না ঘটে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল