জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। বি’রল রোগে আ’ক্রান্ত শিশু রাইসার পাশে বসুন্ধরা এমডি
দুরারোগ্য রোগে আক্রান্ত সাড়ে ৩ বছরের শিশু রিশিতা রাইসার চিকিৎসায় এগিয়ে এসেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
আজ শুক্রবার (২৪ জুন) বিকেলে সায়েম সোবহান আনভীরের পক্ষে ১০ লাখ টাকার চেক তুলে দেন তার সহধর্মিণী ও প্রতিষ্ঠানটির পরিচালক সাবরিনা সোবহান। চেক গ্রহণ করেন রাইসার পিতা রহমান মাসুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সায়েম সোবহান আনভীরের পুত্র ওয়ালিদ সোবহান এবং কন্যা আরিশা আফরোজ সোবহান।
রহমান মাসুদ বলেন, ‘মাস ছয়েক আগে হঠাৎ রাইসা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে জানতে পারি, সে দুরারোগ্য হার্সপাঙ ও রেক্টোরাল ইনফাংশনাল ডিজিজে ভুগছে।
বর্তমানে ভারতের ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালের পেডিয়াট্রিক সার্জন অরুণ লাল লেলের অধীনে তার চিকিৎসা চলছে।’
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘রোগটি বিরল হলেও নিরাময়যোগ্য। এর জন্য একটি বড় ধরনের সার্জারি করতে হবে। সার্জারিসহ পুরো চিকিৎসার ব্যয় অনেক।
এ অবস্থায় মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তবে বসুন্ধরা গ্রুপের এমডি পাশে দাঁড়ানোয় মনের ভেতরে বয়ে বেড়ানো অস্বস্তি অনেকটা কেটে গেছে। মেয়ের সুস্থতার জন্য সবার দোয়া চাচ্ছি।’
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল