শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন

বিমানের আসনগুলি যে কারণে শুধুমাত্র নীল হয়? জেনে নিন আসল ঘটনা

লাইফস্টাইল ডেস্ক / ১০১ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
বিমানের আসনগুলি যে কারণে শুধুমাত্র নীল হয়? জেনে নিন আসল ঘটনা

লাইফস্টাইল ডেস্ক: বিমানের আসনগুলি যে কারণে শুধুমাত্র নীল হয়? জেনে নিন আসল ঘটনা।
প্রতিটা মানুষেরই মনে প্লেনে যাত্রা করার ইচ্ছা থাকে। কিন্তু একটা সময় প্লেনের (Airoplane)টিকিটের দাম এত বেশি ছিল যে সাধারণ মানুষের পক্ষে প্লেনে (Airoplane)যাত্রা করা সহজ ব্যাপার ছিল না।

তবে এখনকার সময় প্লেনের টিকিটের প্রাইজ এতটাই আফোর্ডেবেল হয়ে গেছে যে সাধারণ বা মধ্যবিত্ত মানুষরা এখন খুব সহজে ট্রেনে যাতায়াত করতে পারে। আপনি যদি কখনো প্লেনে যাত্রা করে থাকেন নিশ্চই লক্ষ্য করে থাকবেন যে প্লেনে বসার সিট গুলি সবসময় নীল রঙের(blue colour seat) হয়।

 

কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন এই সিট গুলি নীল রঙের হয়? কেউ কেউ মনে করে যে আকাশের রঙ নীল তাই হয়তো প্লেনের সিট গুলির রঙ নীল হয়। তবে জানিয়ে দি বিষয়টি এক্কেবারেই তা নয়। আসুন এই আর্টিকেলের মাধ্যমে জেনেনি প্লেনের সিটের রঙ নীল (Blue colour seat) হওয়ার কারণ।

জানিয়ে দি অনেক গুলি রিপোর্ট থেকে জানা গেছে যে প্লেনে নীল সিট বহু দশক ধরে ব্যবহার করা হয়। ব্রিটিশ বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত গবেষণা অনুসারে নীল রঙকে স্পষ্টতা ও নিরাপত্তার সঙ্গে যুক্ত মনে করা হয় আর তাই প্লেনে নীল সিট ব্যবহার করার এটি অন্যতম কারণ।

এছাড়া যারা অ্যারোফোবিয়ায় ভুগছেন তাদের জন্যও নীল রঙ খুব সহায়ক প্রমাণিত হয়। অ্যারোফোবিয়ায় আক্রান্ত মানুষকে শান্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া লক্ষ্য করা হয়েছে যে ৯০% মানুষ কোনো ব্র্যান্ডের রঙয়ের উপর নির্ভর করে থাকে। তাই কিছু কিছু নামী-দামি ব্র্যান্ড নিজেদের লোগোর জন্য নীল রঙকে বেছে নেয়।

তবে প্লেনে নীল সিট ব্যাবহার করার মূল কারণ হলো নীল রঙ ব্যবহার করলে সিটের গায়ে লাগা ময়লা, ধুলোবালি ও নোংরা দাগ খুব কম বোঝা যায় যার ফলে এই সিট কভার গুলিকে হালকা রঙের সিট কভার গুলির তুলনায় লম্বা সময় পর্যন্ত ব্যবহার করা যায়। তবে জানিয়ে দি ৭০ বা ৮০ দশকের সময় প্লেনে নীল সিট ব্যবহার করা হতো না।

কিছু কিছু প্লেনের সিটকে তখন লাল রঙের কভার দিয়ে রাঙানো হয়েছিল। কিন্তু লাল রং ব্যবহার করায় লক্ষ্য করা হয় যে যাত্রীদের মধ্যে রাগ ও আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে। তাই প্লেন কর্তৃপক্ষ প্লেনের সিটের কভারের রঙ পরিবর্তন করে নীল করে দিয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ