রবিবার, ০৪ জুন ২০২৩, ০২:২৯ অপরাহ্ন

বিধ্বংসী সাকিব ফিরতেই নামল বৃষ্টি

প্রতিনিধির নাম / ৯৯ বার
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টি-টোয়েন্টিতে ফের হানা দিয়েছে বৃষ্টি। এর আগমুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় আঘাতটি হানেন হেইডেন ওয়ালশ। তার বলে কিপারের গ্লাভসবন্দি হন বিধ্বংসী মেজাজে থাকা সাকিব। ১৫ বলে ২ চার ২ ছক্কায় ২৯ রানে ফেরেন বাংলাদেশ অল-রাউন্ডার। এর পরপরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। তখন বাংলাদেশের রান ৭.৪ ওভারে ৪ উইকটে ৬০।

ডমিনিকার উইন্ডসর পার্কে আজ শনিবার ১৬ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে আকিল হোসেনের করা ইনিংসের তৃতীয় বলেই কিপারের গ্লাভসবন্দি হয়ে ফিরেন মুনিম শাহরিয়ার (২)। বাউন্ডারি দিয়ে শুরু করা অপর ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গী হয়ে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন সাকিব আল হাসান। দুজনের দারুণ ব্যাটিংয়ে জুটিতে ১৮ বলে আসে ৩৪ রান।

দারুন খেলতে থাকা বিজয় ১০ বলে ৩ চারে ১৬ রান করে ম্যাককয়ের বলে এলবিডাব্লিউ হলে ভাঙে জুটি। চারে নেমে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন লিটন কুমার দাস। সাকিবের ছক্কায় ৫.৩ ওভারেই পঞ্চাশ পার হয় বাংলাদেশের স্কোর।

পাওয়ারপ্লেতে আসে ৫৬ রান। দারুণ শুরুর পর হঠাৎই যেন খেই হারিয়ে ফেলেন লিটন। ৭ম ওভারে রোমারিওর একটা শর্ট বলে বাজে শটে ক্যাচ দিয়ে ফিরেন ১৪ বলে রান করে!
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশে।

৭ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন এনামুল হক বিজয়। টসে জিতে ফিল্ডিং নেওয়ার কারণ সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান বলেন, পাঁচ বছরের বেশি সময় এই মাঠে খেলা না হওয়ায় পিচ কাভারে ঢাকা ছিল।

তাই এমন কন্ডিশনে উইকেট কেমন আচরণ করবে, সেটি নিশ্চিত নন বলেই তিনি পরে ব্যাটিং নিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, টসে জিতলে তিনিও বোলিং নিতেন।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ