দেশে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড
নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল | বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড
বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে। আজ বৃহস্পতিবার রাত ৯টায় এ যাবতকালের সর্বোচ্চ ১৪০০১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে ২০২১ সালের ২৬ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
০৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন, গরমের সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান, নরসিংদী জার্নাল