মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন

বিকালে মাঠে নামছে ব্রাজিল, দেখাবে যেসব চ্যানেল

প্রতিনিধির নাম / ১০৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
অবশেষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামছে ল্যাটিন আমেরিকার জায়েন্ট ব্রাজিল। আজ (বৃহস্পতিবার) প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।

এদিকে দুই দলই ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে। ২০০০২ আসরে তো চতুর্থ স্থান অর্জন করেছিল। ২০১০ বিশ্বকাপে তারা খেলে শেষ ষোলোতে।

অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে চলতি বছর কাতারে যাবে বিশ্বকাপ। সেলেসাওরা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।

এবার বাছাইপর্বে ব্রাজিল ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেনি, জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে সেলেসাওরা।

ভেন্যু: সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, সিউল, দক্ষিণ কোরিয়া। টিভিতে দেখা যাবে: beIN Sports 3, লাইভ স্ট্রিম: fuboTV এছাড়া অনলাইনে Yalla Shoot ওয়েবসাইটে খেলা দেখা যাবে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশঃ এডেরসন, আলভেস, মার্কুইনহস, থিয়াগো সিলভা, তালেস, ফ্যাবিনহো, গুইমারেস, রদ্রিগো, পাকুয়েতা, নেইমার, রিচার্লিসন।

দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশঃ সুয়েং-গিউ, তাই হুয়ান, ইয়ং, ইয়ং-গন, জিন-সু, চাং-হন, হি-চান, ও-ইয়ং, সাং-হো, হিউয়েন-মিন, উই-জু।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ