বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন

বিএনপির আমলে প্রতিদিন ২০ ঘণ্টা লোডশেডিং হতো: আমু

প্রতিনিধির নাম / ১৩৮ বার
আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
আজ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বিএনপির আমলে দেশে মাত্র ৩৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিলো। তারা বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি। বিএনপির আমলে সারা দেশে প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা লোডশেডিং হতো।

আওয়ামী লীগের আমলে সেই লোডশেডিং জাদুঘরে পাঠানো হয়েছিল। আর আজকে যে লোডশেডিং হচ্ছে তা সারা দুনিয়ায় জ্বালানি তেলের সংকটের কারণে।
আজ সোমবার ২৫ জুলাই দুপুরে ঝালকাঠি জেলা পরিষদে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ত্রাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ী করতে বলেছেন। তার কারণ, জ্বালানি তেলের সরবরাহকারী হচ্ছে রাশিয়া। সেখান থেকে তেল আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ