নিজস্ব প্রতিনিধি || বায়োপিকে অভিনয়ের সুযোগ আমার জীবনের সেরা প্রাপ্তি
বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের সুযোগটা জীবনের সেরা প্রাপ্তির বলে মনে করেন গুণী অভিনেতা গাজী রাকায়েত। তিনি আরো বেশি সম্মানিত বোধ করেছেন সিনেমার শুটিং এর দৃশ্য তাঁকে দিয়ে শুরু করায়। আজ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে সিনেমার মহরতের দিনের ছবি শেয়ার করে জাতির জনককে এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন এই অভিনেতা।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমাটা আমাদের বাঙালিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা সিনেমা নয়, এর সঙ্গে আমাদের আবেগও জড়িত। এই সিনেমায় অভিনয়ের জন্য যখন প্রথম বলা হলো যে আমাদের দৃশ্য দিয়ে সিনেমার শুটিং শুরু হবে, তখন নিজের মধ্যে কেমন যেন একটা আনন্দ উপলব্ধি করি এবং খুবই ভাগ্যবান
বলে মনে হচ্ছিল। এটা আমার জন্য বিশেষ পাওয়া ছিল।’
তুলনামূলক ভাবে সিনেমায় দৃশ্য ছিল খুব কম। কিন্তু এটা নিয়ে তিনি কিছুই ভাবেননি। তিনি শুধু মনোযোগ দিয়ে কাজটি করে গেছেন। রেণুর দাদা আবদুল হামিদের চরিত্রে অভিনয় করেছি আমি। বাস্তব চরিত্র সম্পর্কে অনেক আগে থেকেই জানতাম। বঙ্গবন্ধুর বিষয়ে আমার বিস্তর পড়াশোনা আছে। চরিত্রটির জন্য আরও অনেক কিছু জানার চেষ্টা করেছি। কেননা সিনেমাটি আমার জন্য বিশেষ একটি অভিজ্ঞতা।’
করোনার কারণে কিছুটা বিলম্বিত হয়ে গত বছর শুরু হয় সিনেমার দৃশ্যধারণের কাজ। সম্প্রতি বায়োপিকের নাম পরিবর্তন করা হয়েছে। সিনেমাটির প্রোডাকশন থেকে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, সিনেমাটির পরিবর্তিত নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের এনএফডিসি সূত্রে জানা যায়, সিনেমাটিতে প্রধান দুটি ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া এনএফডিসি তাদের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করে সিনেমাটির পোস্টার উন্মুক্ত করে। আর
সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। রাজু/নরসিংদী জার্নাল