রাব্বি মল্লিক,নিজস্ব প্রতিবেদনঃ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজ কর্ম করে থাকে। জীবিকার জন্য মানুষ সব কিছু করতে পারে।কেও চাকরি করে,কেও ব্যবসা করে,কেও ভ্যান চালাই,কেও রিক্সা চালাই,কেও চাষ করে,আবার কেও ছাগল পালন করে, আবার কেও গরু পালন করে।
এমনি একজন ব্যত্তির কথা আজ আপনাদের বলবো যে কিনা শুধু মাত্র গরু পালন করে বছরে আয় করেন ২০ লাখ টাকা। গরু পালন করে সেই টাকা দিয়ে করেছে বাড়ি গাড়ি।
মাগুরা জেলাই তার বসবাস, নাম মো.সুজন বিশ্বাস, তিনি সামান্য দিনমজুর,তিনি পড়ালেখা অনেক ক্লাস পর্যন্ত করলেও তিনি ঠিক করেন তিনি বাড়িতে বসে কিছু একটা করবে।
সেজন্য তিনি বেঁছে নেনে এই গরু পালন। তিনি এখন প্রচুর টাকার মালিক হয়ে গিয়েছেন। তিনি প্রতি বছর ২৫ থেকে ৩০ লাখ টাকার গরু বিক্রি করেন তিনি একটি খামার করে সেখানে গরু পালন করেন।
কিছুদিন গরু পালন করে সেগুলা বিক্রি করে দিয়ে আবার নতুন ফ্রিজিয়ান গরু কিনে আনেন। তার এই গরু প্রতিদিন ১০ লিটার দুধ দিয়ে থাকে।সে এই দুধ অনেক টাকাই বিক্রি করে থাকেন।
গরু পালনে একটু খরচ বেশি হলেও লাভ অনেক। এজন্যতো মানুষ এখন গরু পালনের উপর ঝুকেছে। আসুন আমরাও বাড়িতে বসে না থেকে গরু পালন করি। নিয়ে উন্নতি করি এবং দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যায়।
গরু এমন একটি গৃহ পালিত পশু যার পরিবেশের সাথে খাপ খাওয়াতে বেশি সময় লাগে না এজন্যই গরু পালন খুব সহজেই করা যায়। আসুন আমরা সকলেইঙ্গরু পালন করি। নিজে উন্নতি করি এবং দেশকে উন্নতির পথে সাহায্য করি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে