ছবি সংগ্রহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িতে একা পেয়ে এক কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীর খালু মনির হোসেনকে (৬০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, খালু গ্রেফতার
শওকত আলী সৈকত
শুক্রবার (২২ জুলাই) দুপুরে ভুক্তভোগীর মামা ফতুল্লা থানায় মামলা দায়ের করলে পুলিশ মনিরকে আদালতে পাঠায়।
এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) দিনগত রাতে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
মনির হোসেন ফতুল্লা পশ্চিম মাসদাইর এলাকার হাজী আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় একজন রিকশাচালক ও সম্পর্কে ভুক্তভোগী কিশোরীর আপন খালু।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, ভুক্তভোগী কিশোরী মাসদাইর এলাকায় তার নানি, খালা ও খালুর সঙ্গে বসবাস করছিল। তার বাবা মায়ের বিচ্ছেদের পর থেকে নানির কাছেই বড় হয়েছে মেয়েটি।
গত বৃহস্পতিবার রাতে কিশোরীর নানি ও খালা ওষুধের দোকানে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে তার খালু মনির হোসেন। এ সময় আত্মরক্ষার্থে কিশোরী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত মনিরকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে রাত ১টায় পুলিশ এসে মনিরকে আটক করে নিয়ে যায়।
শুক্রবার দুপুরে কিশোরীর মামা বাদি হয়ে মামলা দায়ের করেন। মনিরকে সেই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মনিরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বিকেলেই আদালতে ওই কিশোরীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে
সূত্র সময় টিভি