সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

বা’ড়তি ভাড়া দিয়ে ক’র্মস্থলে ফি’রছে মানুষ

প্রতিনিধির নাম / ৬৯ বার
আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

টাঙ্গাইল প্রতিনিধি।। বা’ড়তি ভাড়া দিয়ে ক’র্মস্থলে ফি’রছে মানুষ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এই সুযোগে টাঙ্গাইলে গণপরিবহনগুলোতে আদায় করা হচ্ছে গলাকাটা ভাড়া। তারপরও বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই গন্তব্যস্থলে ফিরছেন লোকজন।এদিকে বাস মালিক ও সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে বাস খালি আসার কারণে কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নিরালা সুপার সার্ভিস এবং সকাল সন্ধ্যা বাস কাউন্টারের সামনে সাধারণ যাত্রীদের দীর্ঘ লাইন।

এসব যাত্রীদের অধিকাংশই ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরছেন। বাসে বাড়তি ভাড়া দিয়েই ফিরতে হচ্ছে তাদের।

টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর এলাকার এবিএম মহিউদ্দিন খান নামের এক যাত্রী জানান, তিনি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। আসার সময় তার কাছ থেকে সাড়ে ৫০০ টাকা ভাড়া নেওয়া হয়েছিল। ছুটি শেষ হওয়ায় এখন আবার ঢাকায় ফিরছেন। তাই তিনি নিরালা সুপার সার্ভিসের টিকিট নিয়েছেন ৩০০ টাকা দিয়ে। যা অন্য সময়ে থাকে ২০০ টাকা।’

অপর যাত্রী আব্দুল্লাহ আল মাসুদ জানান, তিনি আশুলিয়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফেরার জন্য ২০০ টাকার বাসের টিকিট নিয়েছেন ৩০০ টাকা দিয়ে। এভাবে সাধারণ যাত্রীদের কাছ থেকে ঈদ এলেই বিভিন্ন অজুহাতে বাড়তি ভাড়া আদায় করা হয়। তারপরও প্রশাসনের পক্ষ থেকে যাত্রী হয়রানি বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।’

মাহমুদা বেগম নামের এক গৃহিনী জানান, তার স্বামী ঢাকায় চাকুরি করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন দ্বিগুণ ভাড়া দিয়ে। ছুটি শেষ হওয়ায় আবার ঢাকায় ফিরছেন। মনে করেছিলেন হয়তো অন্যান্য সময়ের মতোই ভাড়া হবে কিন্তু এখানে কাউন্টারে এসে দেখেন ১০০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

প্রতিবাদ করলে কাউন্টারের লোকজন জানায়, বাড়তি ভাড়া দিয়ে গেলে যান, না গেলে না যান। তাই বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়েই টিকিট সংগ্রহ করেছেন।

সকাল সন্ধ্যা বাসের টিকিট কাউন্টারে কথা হয় আসাদুজ্জামান মিয়া নামের এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, ঢাকায় যেতে এই বাসে ৩৫০ টাকা লাগে। কিন্তু ঈদ উপলক্ষে সব গণপরিবহনের ভাড়া বাড়তি। তাই ১৫০ টাকা বেশি দিয়ে ৪০০ টাকা দিয়ে ঢাকায় যাওয়ার জন্য টিকিট কিনেছেন।

টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম তুষার জানান, এটাকে বাড়তি ভাড়া বলা যাবে না। কারণ যে বাসগুলো ঢাকায় যাচ্ছে সেগুলো খালি ফেরত আসছে। তাই তেলের খরচ উঠাতে কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, গণপরিবহনগুলো বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ বাড়তি ভাড়া নিয়ে থাকে তাহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ