বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন

বাহুবালি সাজে সাকিব!

প্রতিনিধির নাম / ১০৭ বার
আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
এর আগে বাহুবালি সাজে ডেভিড ওয়ার্নারকে দেখা গেছে। এবার সাকিব যুদ্ধের পোশাকে পোজ দিলেন। ঠিক বাহুবালির সাজ নয়, কাছাকাছি কিছু একটা। যেটা অনেকটা প্রাচীনকালের যোদ্ধার সাজ।

গত রবিবার রাতে নিজের ফেসবুক ও ইন্সটাগ্রামে ছবিটি পোস্ট দিয়েছেন সাকিব। চেক ইন দিয়েছেন দুবাই প্রোডাকশন সিটি, টিকম গ্রুপ। তবে তার ওই পোস্টের কারণ জানা যায়নি।

এদিকে টিকম গ্রুপ সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। দেশি-বেদেশি পণ্যের বিজ্ঞাপনের বাজারে সাকিব বড় এক নাম। তার এই সাজ-সজ্জার পেছনে বিজ্ঞাপনের বিষয় লুকিয়ে থাকতে পারে।

আরও পড়ুন ??
জ্বালানি সাশ্রয়ে আমার পাজেরো গাড়িতে চড়বো না, হেঁটেই অফিসে যাওয়া আসা করবো: মেয়র
এবার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা প্রতিপালনে ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান। তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য আমি আমার পাজেরো গাড়িতে চড়বো না।

তিনি বলেন, হেঁটে বাড়ি থেকে অফিসে যাওয়া আসা করবো। আর পৌর শহরের মধ্যে দূরের পথে ভ্যানে যাতায়াত করবো। পৌরসভার এসি বন্ধ রেখে ও লাইট কম জ্বালিয়ে অফিস পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারীদের বলা হয়েছে।

এছাড়া পৌর কাউন্সিল ও কর্মকর্তা-কর্মচারীরাও মোটরসাইকেল ব্যবহার না করে বাইসাইকেল ও ভ্যানে যাতায়াত করবেন। এ সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হয়েছে বলেও জানালেন তিনি।

এ সময় মেয়র রহমান আরো বলেন, সকালে আমি হেঁটে এবং কাউন্সিলররা বাইসাইকেল ও ভ্যানে অফিসে এসেছেন। মূলত বিদ্যুৎ ও জ্বালানি তেলের সাশ্রয়ে সরকারের বিধি নিষেধ প্রতিপালনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের এ কার্যক্রমে পৌরবাসী বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে উদ্বুদ্ধ হবেন বলে আশা করছি।
এছাড়া পৌরবাসীকে বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান মেয়র

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ