শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন

বাবার মৃ,ত্যুর শোক সইতে না পেরে বিয়ের আগের রাতে মা,রা গেলেন ছেলেও!

রাব্বি মল্লিক, নরসিংদী জার্নাল / ২০৬ বার
আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বিয়ের আগের রাতে জুলমত আকন্দ (৩০) নামে এক প্রবাসীর মৃ ত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গাইরা গ্রামে এ ঘটনা ঘটে।

জুলমত আকন্দ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি বিয়ে করতে তিনি দেশে আসেন। জুলমত ওই এলাকার গ্রাম সরদার আব্দুল জলিলের ছেলে। স্থানীয় রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার দিন জুলমতের বাবা আব্দুল জলিল আকন্দ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ম রদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত বাবার মৃ ত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ ত ঘোষণা করেন।

চেয়ারম্যান মো. রুকনুজ্জামান আরও বলেন, জুলমত বিদেশে থাকতেন। সম্প্রতি তিনি বিয়ে করার জন্য দেশে আসেন। জুলমত দেশে আসার পর কনে দেখে বিয়ে ঠিক হয়েছিল।

আজই তার কাবিন করানোর কথা ছিল। কিন্তু বিয়ের ঘণ্টা আগে বাবা-ছেলের মৃ ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর একসঙ্গে বাবা-ছেলের জানাজা শেষে দা ফন করা হবে বলেও জানান তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ