বান্দরবান প্রতিনিধি, নরসিংদী খবর: দুর্লভ প্রজাতির একটি তক্ষক পাচারের সময় বান্দরবান থেকে পাচারকারী নেপুন ম্রো নামে একজনকে আটক করা হয়েছে।
জেলার বালাঘাটা বাজার থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তক্ষকসহ তাকে আটক করা হয়। এই সময় জব্দ করা হয় তার সাথে থাকা মোটরসাইকেলও।
বন বিভাগ এ ব্যক্তিকে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আটক করে আদালতে সোপর্দ করেছে। পরে আদালত নেপুন ম্রোকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তিনি সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের চিম্বুক সড়ক ঘেঁষা পারিংপাড়ার বাসিন্দা।
পাল্পউড প্লান্টেশনের বিভাগীয় বন কর্মকর্তা নরসিংদী খবরকে জানান, গোপন সূত্রে তক্ষক পাচারের বিষয়টি জানতে পারি। তারাছার রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর ৫বেঙ্গল ও পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে তক্ষকসহ নেপুন ম্রো নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বন বিভাগের হেফাজতে রয়েছে। এটির দৈর্ঘ্য ৮ দশমিক ২ ইঞ্চি। এটি বেশ দুর্লভ প্রজাতির। সাধারণত লোকালয়ে এ প্রজাতির তক্ষক দেখা যায় না। তক্ষকটি আদালতে প্রদর্শন করা হবে বুধবার সকালে। পরবর্তী পদক্ষেপ নেয়া হবে আদালতের নির্দেশ অনুযায়ী।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/ নরসিংদী খবর